
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তক আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবং রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আজকে কিছু সংখ্যক শিক্ষার্থী বই পেয়েছে, আশা করি অল্প সময়ের মধ্যে বাকি শিক্ষার্থীরাও বই পাবে। নতুন শিক্ষাবর্ষে কঠোর পরিশ্রমের মাধ্যমে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজকে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানান চবি উপ-উপাচার্য (একাডেমিক), এজন্য সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের একান্ত সহযোগিতা কামনা করেন তিনি। এ শিক্ষা প্রতিষ্ঠানের অনেকগুলো প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, প্রফেসর ড. রেজাউল আজিম ও জনাব পারভিন আকতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার। এসময় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










