আজ : বুধবার ║ ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই রজব, ১৪৪৭ হিজরি

নতুন বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি ও আধিপত্যবাদ বিরোধী আপোষহীন নেতৃত্ব অপরিহার্য — মুহাম্মদ শাহজাহান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি ও আধিপত্যবাদ বিরোধী আপোষহীন নেতৃত্ব অপরিহার্য। দীর্ঘদিন ধরে দুর্নীতি, লুটপাট ও আধিপত্যবাদী রাজনীতির কারণে দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকল্প নেই। আদর্শিক রাজনীতির মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

আজ বুধবার (সকাল ১১ টায়) চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশ ও জাতির কল্যাণে আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের দায়িত্বশীলদের জনগণের দুঃখ-কষ্টের পাশে দাঁড়াতে হবে এবং ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক শৃঙ্খলা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি মোমিনুল হক, মহানগর দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম, চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, ফরুকে আজম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শহীদ শরিফ উসমান হাদির খুনিচক্রসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভোট গণনা কক্ষসহ নির্বাচনি কার্যক্রমের শতভাগ সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে এনে ২০০৮ সালের মত ডিজিটাল কারচুপির শঙ্কা দূর করতে হবে যাতে ভোটের ফলাফলে সঠিকভাবে জনমতের প্রতিফলন ঘটে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ