লোহাগাড়া প্রতিনিধি:
শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৯ম দিন চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে আজ ১৮ নভেম্বর সোমবার বাদে আছর হতে অনুষ্ঠিত হয়। অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন লোহাগাড়া দক্ষিণ সুখছড়ি দরবারের পীর সাহেব মাওলানা নাসেরুল হক চিশতী। আলোচনায় অংশগ্রহণ করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ফারুক হোছাইন, কক্সবাজার রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল হক, লোহাগাড়া আমিরাবাদ মল্লিক ছোবহান ইসলামিক সেন্টারের পরিচালক মুহাম্মদ শোয়াইব। এতে আরো উপস্থিত ছিলেন সীরতুন্নবী (স.) মাহফিলের মোতোয়ালী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহাজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহাজাদা তৈয়বুল হক বেদার, মিয়া মোহাম্মদ গোলাম কবির, আলহাজ্ব আবু তাহের, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। এছাড়াও সাতকানিয়া, লোহাগড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে তেলাওয়াতে কোরআন পাঠ করেন হাফেজ মাওলানা কবির আহমদ, হাফেজ মুহাম্মদ শাহ্ জাহান। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম আনসারী, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, তারেক মনোয়ার।