
দেশচিন্তা নিউজ ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ওয়াশিকা আয়েশা খান কর্তৃক প্রদানকৃত মোমিন রোডস্থ চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারে সৌর বিদ্যুৎ (সোলার) হস্তান্তর প্রদান অনুষ্ঠান গত ২৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩.৩০টায় সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-বিহারাধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথের, কোতায়ালী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া, ২১ নং জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম বাবুল, সাধারন সম্পাদক মোর্শেদুল আলম, প্রকৌশলী বিধান চন্দ্র বড়ুয়া, সাংবাদিক মোঃ মোহরম, বিহার পরিচালনা কমিটির সহ সভাপতি প্রকৗশলী পলাশ বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সহ সভাপতি রেবা বড়ুয়া, মাননীয় সাংসদের পক্ষে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আর ডি রাহুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পড়েছেনঃ ৪৮২