
দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীরর কোতোয়ালী থেকে একটি মিনি ট্রাকসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
আজ ৫ অক্টোবর শনিবার ১০টায় দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪০) ও মো. খোকন (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান। তিনি বলেন, দুইজন ইয়াবা ব্যবসায়ী লামার আজিজনগর থেকে ঢাকামেট্রো ড-১১৮১২৩ নম্বরের একটি মিনি ট্রাকে করে চাঁদপুরে ইয়াবা নিয়ে যাচ্ছিল, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার থেকে ওই মিনি ট্রাকসহ দুইজন গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ওই মিনি ট্রাক থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পড়েছেনঃ ৪০৬