আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে কিশোরী অপহরণ: পিবিআইকে তদন্তের নির্দেশ

দেশচিন্তা নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরীতে ৬ষ্ট শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থী ১৩ বছরের কিশোরীকে দুই ব্যবসায়ী
কর্তৃক অপহরণ করার অভিযোগ ওঠেছে। গতকাল এমন অভিযোগে দায়েরকৃত মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম
নং -৬ পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নগরীর খুলশী থানাধীন মতিঝর্ণা এলাকায় অপহরণের ঘটনাটি ঘটে বলে
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম
নং -৬ এ নারী ও শি: নির্যাতন দমন আইন -৭ এর ৩০মতে অভিযোগটি উত্থাপিত হয় ।
স্হানীয় প্রভাবশালী একটি সন্ত্রাসী চক্রের সাথে ঘনিষ্ঠ
সুমন ও শুভ নামের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ঐ কিশোরী অপহরণের অভিযোগ উঠেছে।
আদালত পিআইবিকে এবিষয়ে সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ইউসুফ ।
ভিকটিমের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি অন্যের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আরজিতে বলা হয়, লালখান বাজার মতিঝর্ণা নজরুল সরকার বাড়ির এই বাসিন্দার স্হায়ী নিবাস ফটিকছড়ির ভুজপুরে। অপহৃত শিক্ষার্থী নগরীর সিটি কর্পোরেশন পরিচালিত একটি স্কুলের ছাত্রী। গত ২৪ সেপ্টেম্বর ঘটনাটি ঘটলেও পুলিশ এব্যাপারে মামলা না নিয়ে একটি জিডি করার পরামর্শ দেয়। অবশেষে ভিকটিমের পরিবার আদালতের স্মরণাপন্ন হয়।
খুলশী থানার ওসিকে অপহরণের বিষয়টি মামলা না নিয়ে অভিযোগ কেন নিলেন জানতে চাইলে তিনি বলে আমি এখন বাইরে ফাইল না দেখে কিছু বলতে পারবোনা। মামলার বিবরণ দিয়ে জানতে চাইলেও তিনি কিছু এখন কিছু বলতে পারবেনা বলে জানিয়ে দেন।
ভিকটিমের বড় ভাই সাম্প্রতিক বলেন, আমাদের বাসায় প্রায় সময় সুমন যাতায়াত করতো এক পর্যায়ে কিশোরী বোনটিকে বিয়ের প্রস্তাব দেয়, মা তাতে রাজী ছিলোনা বলে এই ঘটনা ঘটিয়েছে।
আসামী সুমনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ