আজ : মঙ্গলবার ║ ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

চবিতে এইচআরডিএস এর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (এইচআইডিএস) এর উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় ‘বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫’ উদযাপন করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে কাটা পাহাড় হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।

বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা শুধু ১০ ডিসেম্বর যখন আসে তখনই মানবাধিকারের কথা বলি। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তারা যদি মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই সকলকে মানবিক হতে হবে। আমরা যদি ভয় পাই তাহলে হবে না। আমরা যদি প্রত্যেকে নিজেদের জায়গা থেকে কথা বলি তাহলে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা হবে।

এসময় আরও বক্তব্য রাখেন, চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইমরান হোসেন, চাকসুর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা ও হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির চবি শাখার আহ্বায়ক তামীম আহমেদ শরীফ। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ