আজ : মঙ্গলবার ║ ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নাফ নদীর কাদামাটি খুঁড়ে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরে কাদা–মাটির নিচে পুঁতে রাখা ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে টেকনাফ-২ বিজিবির বিশেষ এ অভিযান চালানো হয় নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৫ পোস্টের প্রায় ৫০০ গজ উত্তর-পূর্বে নতুন সুইচগেট এলাকার কেওড়া জঙ্গলে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমারের মংডু এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান নাফ নদী পেরিয়ে নতুন সুইচগেট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে। খবর পেয়ে বিজিবির একটি চৌকস দল দ্রুত ওই এলাকার বাঁধ ও কেওড়া বাগানে অবস্থান নেয়।

এ সময় কয়েকজন সন্দেহভাজন মাদককারবারিকে নদীতীরে ঘোরাফেরা করতে দেখা যায়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পাশের গ্রামীণ এলাকায় পালিয়ে যায়। পরে নদীর তীরসংলগ্ন কেওড়া জঙ্গলে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে কাদা–মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লে. কর্নেল আশিকুর রহমান আরও বলেন, পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা মাদককারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ