আজ : সোমবার ║ ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

চবি উপাচার্যের সঙ্গে প্রফেসর ড. বেনেট কামারফোর্ড এর সৌজন্য সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় চবি উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, বাংলাদেশের তুলনামূলক ধর্মের ইতিহাস বিষয়ে মেলন ফেলো প্রফেসর ড. বেনেট কামারফোর্ড।

মাননীয় উপাচার্য আগত অতিথিকে নান্দনিক চবি ক্যাম্পাস ঘুরে দেখার ব্যবস্থা করেছেন। প্রফেসর ড. বেনেট কামারফোর্ড মাননীয় উপাচার্যের আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন। তিনি ক্যাম্পাসের ওশান স্যাটেলাইট, সেন্ট্রাল লাইব্রেরি, আবাসিক হলসমূহ, কেন্দ্রীয় খেলার মাঠ এবং চবি মিউজিয়াম পরিদর্শন শেষে মুগ্ধতা প্রকাশ করে এই ক্যাম্পাসে পুনরায় আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। অনেকগুলো দেশের সাথে যৌথভাবে আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণামূলক কাজ করছে। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ