আজ : বৃহস্পতিবার ║ ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চবিতে গবেষণা প্রস্তাবনা ও তহবিল নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গবেষণা অনুদান নিশ্চিত করা এবং একটি আকর্ষণীয় গবেষণা প্রস্তাবনা লেখার কৌশল বিষয়ক এক কর্মশালা আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো গবেষণা ও টিচিং। গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবারিত সুযোগ রয়েছে। এক্ষেত্রে গবেষণা প্রস্তাবনা লিখতে জানা, ফান্ড নিশ্চিত করাও জানতে হবে। গবেষণার ক্ষেত্রে নিরাশ হলে হবে না। চেষ্টা অব্যহত রাখতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পুঁথিগত বিদ্যা শিখানোর জন্য না, প্রতিনিয়ত গবেষণা গবেষণামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। নতুন নতুন জ্ঞান সৃজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সেশনটিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেএসরিলিফ (সৌদি আরব) এর সিনিয়র অ্যাডভাইজর ড. মোহাম্মদ মিল্লাত-এ-মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

কর্মশালায় রিসোর্স পারসন ড. মোহাম্মদ মিল্লাত-এ-মুস্তাফা গবেষণার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের কৌশল এবং সফলভাবে গ্রান্ট পাওয়ার জন্য একটি কার্যকর প্রস্তাবনা কিভাবে তৈরি করতে হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা এই সেশন থেকে মূল্যবান দিকনির্দেশনা পেয়েছেন বলে জানান আয়োজকরা। ড. মোহাম্মদ মিল্লাত-এ-মুস্তাফা বলেন, বাংলাদেশী গবেষণা প্রস্তাবনাগুলো খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী হয়। কিন্তু পারিপার্শ্বিক কিছু কারণে সেসব প্রস্তবনা গ্রহণ হয়। এজন্য শিক্ষকদের সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কিছু টেকনিক কাজে লাগাতে হবে।

এসময় মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. জান্নাত আরা পারভীন, চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ