আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রজব, ১৪৪৭ হিজরি

চবিতে পাকিস্তানে উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে “এডুকেশন এক্সপো” শীর্ষক প্রোগ্রামের উদ্বোধন

দেশচিন্তা ডেস্ক: চবিতে পাকিস্তানে উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে “এডুকেশন এক্সপো” শীর্ষক প্রোগ্রামের উদ্বোধন

পাকিস্তানের ১৫টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজ বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১০.৩০টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে “এডুকেশন এক্সপো” শীর্ষক প্রোগ্রামের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর প্রকল্পের আওতায় চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্সের (আইকিউএসি) সহায়তায় আয়োজিত চবি সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী ১৫ বিশ্ববিদ্যালয়ের তাদের প্রতিনিধিরা তাদের বিভিন্ন কার্যক্রম (প্রোগ্রাম) সম্পর্কে স্টলের মাধ্যমে প্রদর্শনী করেন। পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তির (সম্পূর্ণ বিনা খরচে) ব্যবস্থা করবে। যার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানের ১৫টি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার পাকিস্তান থেকে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য এটা একটা দারুণ সুখবর। উচ্চশিক্ষার জন্য বিদেশে শিক্ষার্থী বিনিময় যত বাড়বে ততই শিক্ষার গুণগত মান বাড়তে থাকবে। কিছুদিন আগে আমরা চীনের সাথে চুক্তি করেছি, যার মাধ্যমে চীনে আমরা শিক্ষার্থী বিনিময় করতে পারবো। আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানের উচ্চশিক্ষায় শিক্ষার্থী বিনিময় শুরু হবে। এটা অত্যন্ত ভালো। সংশ্লিষ্ট সকলকে এবং আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে এ উদ্যােগের সফলতা কামনা করেন উপাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পাকিস্তানে উচ্চশিক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে। আশা করি, শিক্ষার্থীরা এ সুযোগ ভালোভাবে কাজে লাগাবে। এর মাধ্যমে দুইদেশের উচ্চ শিক্ষা, গবেষণায় ফলপ্রসূ প্রভাব পড়বে বলে প্রত্যাশা করেন উপ-উপাচার্য (প্রশাসন)।

উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ.কে.এম. মাহফুজুল হক (মাহফুজ পারভেজ)। এতে আরও উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন ও চাকসুর পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, চাকসু ও হল সংসদের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় পাকিস্তানের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশে পাকিস্তানের বর্তমান ডেপুটি হাই কমিশনার জনাব মুহাম্মদ ওয়াসিফ, ঢাকায় পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিব (সাংস্কৃতিক) জনাব আনিল আসগর প্রমুখ।

পাকিস্তান থেকে আগত প্রতিনিধিরা জানান, পাকিস্তান উচ্চ শিক্ষা কমিশন (Higher Education Commission-HEC), ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর’ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ ‘আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ’ প্রদানের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপটি ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (Bachelor of Science) প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেবে, যা দুই দেশের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে। HEC-এর লক্ষ্য হলো এই কর্মসূচির মাধ্যমে একাডেমিক বিনিময় এবং পারস্পরিক শিক্ষাকে উৎসাহিত করা। স্কলারশিপের মূল বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ হলো, এই বৃত্তিটি শিক্ষার্থীদের সম্পূর্ণ আর্থিক নিশ্চয়তা প্রদান করবে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পূর্ণাঙ্গ টিউশন ফি কভারেজ, মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা, মাসিক হোস্টেল চার্জ এবং এককালীন সেটেলমেন্ট অ্যালাউন্স এবং অধ্যয়নকালে একবারের জন্য বিমান টিকিট।

অনুষ্ঠানে ১৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, হায়ার এডুকেশন কমিশন, ইসলামাবাদ এর প্রজেক্ট ডিরেক্টর জনাব জেহানজেব খান; ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কম্পিউটার অ্যান্ড এমার্জিং সাইন্সেস, এনইউসিইএস ফাস্ট এর রেক্টর ড. আফতাব আহমেদ; হায়ার এডুকেশন কমিশন, ইসলামাবাদ এর কো-অর্ডিনেটর, আন্তর্জাতিক শিক্ষা ড. ওয়াকার বেগ; ডাউ ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সেস, করাচি এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জনাব মুহাম্মদ ওয়াকার খান; লিয়াকত ইউনিভার্সিটি অফ মেডিকেল সাইন্সেস, জামশোরো এর প্রজেক্ট অ্যাসোসিয়েট মিসেস তানজিলা নাকভি; এনইডি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর পরিচালক, ড. তায়্যেবা আমির; পাক অস্ট্রিয়া ফাচহোচশুলে ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড সাইন্সেস অ্যান্ড টেকনোলজি, হরিপুর এর পরিচালক, ড. সানাম সুমরো; ইউনিভার্সিটি অফ পেশোয়ার, পেশোয়ার এর অধ্যাপক/পরিচালক ড. বিনফশা মঞ্জুর; ইউনিভার্সিটি অফ লাহোর (ইউওএল), লাহোর এর অতিরিক্ত পরিচালক, প্রধান কিউইসি ড. সৈয়দ ফাসিহা শাহ; ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস (এনইউএমএল), ইসলামাবাদ এর অধ্যাপক এবং ডিন ড. আমির ইকবাল; ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (এনইউএসটি) এর সহকারী অধ্যাপক ড. আমিরজেব খান; কমস্যাটস ইউনিভার্সিটি ইসলামাবাদ (সিইউআই), ইসলামাবাদ এর সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক কার্যালয়ের প্রধান ড. রিজওয়ান আহমেদ; ন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি (এনইউটেক), ইসলামাবাদ-এর পরিচালক, ভর্তি ড. সাইফুল্লাহ খান; লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সাইন্সেস (এলইউএমএস), লাহোর এর সহকারী অধ্যাপক এবং কাউন্সেলর, আন্তর্জাতিক কার্যালয় জনাব স্বরূপ আনোয়ার; ফাতিমা জিন্নাহ উইমেন ইউনিভার্সিটি (এফজেডব্লিউইউ), রাওয়ালপিন্ডি এর পরিচালক, শিক্ষা অধ্যাপক ড. নাদিম তালিব; বীকনহাউস ন্যাশনাল ইউনিভার্সিটি (বিএনইউ), লাহোর এর উপ-পরিচালক, আন্তর্জাতিক কার্যালয় জনাব জাফর আব্বাস নাকভি; হায়ার এডুকেশন কমিশন, ইসলামাবাদ-এর আন্তর্জাতিক কার্যালয়ের প্রধান ড. হাম্মাদ ওমর; ইউনিভার্সিটি অফ লাহোর (ইউওএল), লাহোর-এর উপ-পরিচালক, পরীক্ষা জনাব মুহাম্মদ নাঈম; এনইডি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-এর গ্লোবাল এনগেজমেন্ট লিড, আন্তর্জাতিক সম্পর্ক কার্যালয় সানিয়া মনসুর; লিয়াকত ইউনিভার্সিটি অফ মেডিকেল সাইন্সেস, জামশোরো-এর ভর্তি কমিটির চেয়ার FJWU/বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আজরা ইয়াসমিন এবং হায়ার এডুকেশন কমিশন, ইসলামাবাদ-এর লিড অ্যাকাডেমিক পার্টনারশিপস, BNU পাকিস্তান উমর ইমাম।

এদিন বিকালে আগত অতিথিরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে চবি উপাচার্য দপ্তরে এক সাক্ষাতে মিলিত হন। এসময় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার অতিথিদের উপহার সামগ্রী প্রদান করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও পাকিস্তানে মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় দুই দেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া এদিন বিকাল ৪.৩০টায় উক্ত উদ্যােগের প্রথমবার হিসেবে পাকিস্তানের দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস অব দ্য ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান এর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেটার অব ইন্টারেস্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজ এর পক্ষে স্বাক্ষর করেন একাডেমিক পরিচালক প্রফেসর ড. নাদিম তালিব। এসময় উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, চবির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন ও বাংলাদেশে পাকিস্তানের বর্তমান ডেপুটি হাই কমিশনার জনাব মুহাম্মদ ওয়াসিফসহ পাকিস্তানের প্রতিনিধিবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ