আজ : শুক্রবার ║ ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

দেশচিন্তা ডেস্ক: একের পর এক ক্যাচ মিস আর হাস্যকর ভুলে নির্ধারিত ওভারের খেলায় নিশ্চিত জেতা ম্যাচ হাতছাড়া করেছিল বাংলাদেশ। সুযোগ পেয়ে ম্যাচ টাই করে নেয় ভারত। তবে লাল সবুজদের আক্ষেপে পুড়তে দেননি পেসার রিপন মণ্ডল। সুপার ওভারে দুই বলে দুই উইকেট নিয়ে দলকে সহজ জয়ের ভিত গড়ে দেন তিনি। যদিও সেখানেও ছিল নাটকীয়তা। শেষ পর্যন্ত অবশ্য জয় পেলো লাল সবুজরাই।

কাতারের দোহায় শুক্রবার (২১ নভেম্বর) এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে সুপার ওভারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ ‘এ’।

শিরোপার মঞ্চে পা রাখার মিশনে বাংলাদেশের সামনে ছিল বড় পুঁজি। তবে চারটির বেশি ক্যাচ মিস করে ভারতের রাস্তাটা সহজ করে দিয়েছিল ফিল্ডাররা। আর শেষ ওভারে তো ঘটে বড় নাটকীয়তা। শেষ ৬ বলে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। টাইগারদের হয়ে বল করতে আসেন রাকিবুল হাসান। ৫ উইকেটের বিনিময়ে ১৭৯ রান করা ভারতের হয়ে তখন ক্রিজে নেহাল ওয়াধেরা ও আশুতোষ শর্মা।

প্রথম দুই বলে দুটি সিঙ্গেল নেয়ার পর তৃতীয় বলে ছক্কা হাঁকান আশুতোষ। চতুর্থ বলে ফের স্ট্রেইটে তুলে মারেন এ ব্যাটার। সেখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার জিসান আলমের হাতেই বল পড়েছিল। কিন্তু তিনি তালুবন্দি করতে পারেননি, উল্টো তার হাত ফস্কে বাউন্ডারি হয়ে যায়। শেষ দুই বলে দরকার পড়ে মাত্র ৪ রানের। সেখানে বাজিমাত করেন রাকিবুল। এ স্পিনারের ইয়র্কার লেংথের বলে বোল্ড হন আশুতোষ। শেষ বলে ব্যাটে ঠিকঠাক সংযোগ করতে ব্যর্থ হন হার্শ দুবে। ফিল্ডাল বল ছুড়ে মারার আগে দুইবার প্রান্ত বদল করেন দুই ব্যাটার। তবে ফিল্ডার থেকে পাওয়া বল স্টাম্পে লাগাতে গিয়ে মিস করেন আকবর আলী। সে সুযোগে আরও একটি রান নিয়ে ম্যাচ টাই করে নেয় ভারত। অথচ আকবর হাতে রেখে বল নিয়ে দাঁড়িয়ে থাকলেও বাংলাদেশ ১ রানের জয় নিশ্চিত করতো। ফাইনালের ভাগ্য নির্ধারণে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সেখানে লাল সবুজদের সব আক্ষেপ পুষিয়ে দেন পেসার রিপন মণ্ডল। ইয়র্কার ডেলিভারিতে প্রথম বলে বোল্ড করেন জিতেশ শর্মাকে। প্রায় একই লেংথের তার দ্বিতীয় বলে তুলে মারতে গিয়ে অফে ধরা পড়েন আশুতোষ। সুপার ওভারের নিয়ম অনুযায়ী ২ উইকেট পড়ায় বাকি ৪ বল আর খেলতে পারেনি ভারত। তাতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রানের। সেখানেও হতাশা তৈরি করেন ইয়াসির আলী। সুযশ শর্মার প্রথম ডেলিভারিতে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। এরপর ক্রিজে আসেন আকবর আলী। তাকে অবশ্য কিছু করতে হয়নি। ওয়াইড ডেলিভারিতেই জয় উপহার দেয় ভারত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ