আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রজব, ১৪৪৭ হিজরি

ভূমিকম্পে আহতদের চিকিৎসায় যেন ত্রুটি না হয়, নির্দেশনা স্বাস্থ্য উপদেষ্টার

দেশচিন্তা ডেস্ক: সব সরকারি হাসপাতালে ভূমিকম্পে আহতদের চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় উপদেষ্টা আহতদের চিকিৎসার খোঁজ নেন।

‎এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সব হাসপাতালে বলেছি—ভূমিকম্পে আহতদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়, সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে। যেই মাত্রায় ভূমিকম্প হয়েছে, হয়তো কাছাকাছি হওয়ার কারণেই এই কম্পনটা বেশি হয়েছে। কিছু কিছু জায়গায় দেখলাম মাত্রাটা ৫ দশমিক ২। কিন্তু আহত সেই তুলনায় বেশি হয়েছে। ঢাকার যেসব ছাত্ররা ভর্তি হয়েছে তাদের কেউ কেউ প্যানিক হয়ে দোতলা, তিনতলা থেকে লাফ দিয়েছে। সবাই মিলে আমরা ভালো চিকিৎসার জন্য চেষ্টা করছি।

এসময় হতাহতের তথ্য তুলে ধরে তিনি বলেন, অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছেন। তাদের ডাক্তাররা চিকিৎসা দিয়েছেন। কয়েকজনকে দেখেছি তারা বেশি প্যানিকড হয়েছেন। আর যারা শারীরিকভাবে আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু। আহত হয়েছেন দেড় শতাধিক। নিহতদের মধ্যে পুরান ঢাকার আরমানিটোলায় তিনজন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজন এবং নরসিংদী সদরে দুজন মারা গেছেন।

‎ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ঢামেকে দুপুর পৌনে তিনটা পর্যন্ত ৪১ জন চিকিৎসা নিতে আসেন। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ছয়জনকে ভর্তি নেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ