আজ : শুক্রবার ║ ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৮ জন গ্রেফতার

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৬ জন ডাকাত, ১ জন ধর্ষক ও ১ জন ছিনতাইকারী রয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সেনাবাহিনী।

গ্রেফতাররা হলেন: মো. আব্দুর রশিদ (৪০), মো. কাউসার (১৮), মো. হারুনুর রশিদ (২৩), মোহাম্মদ জহির (৫০), মো. মহিউদ্দিন (৪০), মোহাম্মদ নাসির উদ্দিন (৫০), এনামুল হক (৩৮) ও মো. সাগর আহমেদ (২০)।

বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, ‘সমন্বিত অভিযানে কুখ্যাত ডাকাত আব্দুর রশিদসহ ৬ জন ডাকাত, ১ জন ধর্ষক ও ১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনানুগভাবে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে।’

সেনাবাহিনী আরও জানায়, ‘এ অভিযানের ফলে ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নসহ পুরো চকরিয়া অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে, যা এলাকার স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ