
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৬ জন ডাকাত, ১ জন ধর্ষক ও ১ জন ছিনতাইকারী রয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সেনাবাহিনী।
গ্রেফতাররা হলেন: মো. আব্দুর রশিদ (৪০), মো. কাউসার (১৮), মো. হারুনুর রশিদ (২৩), মোহাম্মদ জহির (৫০), মো. মহিউদ্দিন (৪০), মোহাম্মদ নাসির উদ্দিন (৫০), এনামুল হক (৩৮) ও মো. সাগর আহমেদ (২০)।
বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, ‘সমন্বিত অভিযানে কুখ্যাত ডাকাত আব্দুর রশিদসহ ৬ জন ডাকাত, ১ জন ধর্ষক ও ১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনানুগভাবে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে।’
সেনাবাহিনী আরও জানায়, ‘এ অভিযানের ফলে ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নসহ পুরো চকরিয়া অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে, যা এলাকার স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।’










