আজ : বৃহস্পতিবার ║ ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচন আয়োজনে নাগরিকদের মধ্যে শঙ্কা আছে: দেবপ্রিয় ভট্টাচার্য

দেশচিন্তা ডেস্ক: এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নির্বাচন আয়োজনে নাগরিকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তিনি এই শঙ্কা দূর করে আস্থা সৃষ্টির আহ্বান জানান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) খুলনায় নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক-নির্বাচনি আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বন্দর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্থনৈতিক সংস্কার একটি বড় বিষয়। আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। হয়তো বৈদেশিক বিনিয়োগ দরকার পড়বে। কিন্তু সঠিক সংস্কার যদি বেঠিক পদ্ধতিতে হয়, তাহলে সেই সংস্থা ফল দেয় না। বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দ্রুততা ও অস্বচ্ছতা দেখা গেল, এর ফলে আমরা সুফল থেকে বঞ্চিত হব।’

সভায় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নাগরিক ইশতেহার তৈরির কাজ চলছে। নাগরিকদের কণ্ঠস্বর নেতাদের কাছে পৌঁছে দিতে হবে। শুধু ইশতেহারে সংযুক্ত হলেই হয় না, বাস্তবায়নের জন্য সবার দায়িত্বশীলতা জরুরি।’

সভায় আগামী নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সাধারণ মানুষ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আগামী নির্বাচন সম্পর্কে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনায় উঠে আসে, কর্মসংস্থান বৃদ্ধি, উপকূলীয় মানুষের সুবিধা নিশ্চিতকরণ, সুন্দরবন রক্ষা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দাবি-দাওয়া। এসব বিষয়ে রাজনৈতিক নেতারা তাদের করণীয় নিয়ে আলোচনা করেন এবং সাধারণ মানুষের চাহিদা পূরণে আগামী নির্বাচিত সরকার কাজ করবে বলে আশ্বাস দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ