আজ : বৃহস্পতিবার ║ ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবি নীপবন শিশু বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে অবস্থিত নীপবন শিশু বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় নীপবন শিশু বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীপবন শিশু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালমা আক্তার পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ বিদ্যালয় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এ শিশু বিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনানুগ ভিত্তি মোতাবেক প্রতিষ্ঠিত হয়নি। আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর এটাকে আইনানুগ প্রতিষ্ঠানে পরিণত করেছি। এ বিদ্যালয়ের বর্তমান অবস্থা থেকে উন্নতির লক্ষ্যে বাংলা মাধ্যমের সাথে ইংরেজি মাধ্যম যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিদ্যালয়কে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নীপবন শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি সাজিয়া আফরিন এ্যালি খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নীপবন শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবনী রাণী ও রুজিনা আক্তার জুলি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠান কমিটির আহ্বায়ক নুসরাত সীমা, কমিটির সদস্য তামান্না বিনতে ফেরদৌস, ডলি দেবী, মিশকাতুল জান্নাত ও নিশাত তানিয়া প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ