আজ : মঙ্গলবার ║ ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খাদ্যমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সিভাসু’তে কর্মরত বাবুর্চিদের জন্য বিশেষ কর্মশালা

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে আবাসিক হল ও ক্যান্টিনে কর্মরত বাবুর্চিদের জন্য ‘খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি’ বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

একাডেমিক ভবনের সভাকক্ষে রবিবার বিকেলে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসরণ করে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, রান্নাঘরের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পরিবেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকগুলো প্রায়োগিকভাবে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী মো: রিয়াজুল জান্নাত রাকিব।

বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ও হলের সকল বাবুর্চি, সহকারী বাবুর্চি এবং সংশ্লিষ্ট কর্মচারীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও দূষণ প্রতিরোধে আধুনিক মানদণ্ড সম্পর্কে শিক্ষা লাভ করেন, যা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাদ্য পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।

কর্মশালা শেষে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম অংশগ্রহণকারীদের এ ধরণের স্বাস্থ্যবিধি ও নিরাপত্তামূলক পদক্ষেপ যথাযথ গুরুত্বের সাথে প্রয়োগ করার নির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে আরও উন্নতমানের সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ