
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মিলাদুন্নবী ও সিরাতুন্নবীর আলোচনার মাধ্যমে সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সকলকে ধর্মীয় ও সামাজিক দায়িত্বের প্রতি সচেতন হতে হবে এবং মানুষের মধ্যে মিলন, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করতে হবে।
তিনটি বিষয়ে আমাদেরকে আল্লাহ রাসুল (সা:) প্রতি দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর রাসুলকে ভালোবাসা, আমাদের হৃদয়ের মূলমন্ত্র। আমরা রাসুল (সা:) কে শুধু ভালোবাসবই না, তার আদর্শ অনুসরণ করব এবং তার প্রতি আমাদের বিশ্বাস ও আনুগত্য করব, এছাড়া, আমাদের প্রতিটি বিষয়ে রাসুল (সা:) কে চূড়ান্ত ফয়সালাকারী হিসেবে মেনে চলা আবশ্যক, যাতে আমরা নৈতিক ও সামাজিক পথে সঠিকভাবে চলতে পারি।
রবিবার (রাত ৮টায়) বায়েজিদ থানার ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের উদ্যোগে বায়েজিদ বোস্তামী সুলতানি মার্কেট চত্বরে সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ছিলেন আল্লাহর বিধান প্রতিষ্ঠায় আপোষহীন ও কঠোর। তিনি জীবনভর আল্লাহর হক, মানবাধিকারের সুরক্ষা এবং ন্যায়বিচারের প্রতিষ্ঠায় কাজ করেছেন। নবীর জীবন আমাদের জন্য এক জীবন্ত দিকনির্দেশনা, যা নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক উন্নতির মূল চাবিকাঠি। তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সর্বদা দৃঢ় অবস্থান নিয়েছেন। আজকের সমাজে যখন নৈতিক অবক্ষয়, অসৎ কর্মকাণ্ড ও সামাজিক বিভাজন বৃদ্ধি পাচ্ছে, তখন আমাদের অবশ্যই নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে। নবী করীম (সা.)-এর সুন্নাহ অনুসরণ করা ছাড়া শান্তি, ন্যায় ও প্রগতি অর্জন সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমরা যদি সমাজে সত্যিকারের ন্যায়, শৃঙ্খলা ও মানবতার সেবা প্রতিষ্ঠা করতে চাই, তবে ব্যক্তিগত জীবনে সততা, পরিশ্রম, দয়া ও ক্ষমাশীলতার চর্চা করতে হবে। নবী (সা.)-এর জীবন আমাদের শেখায়, আল্লাহর বিধান অনুসরণে আপোষহীনতা কখনোই প্রতিকূল নয় বরং মহানতায় পৌঁছানোর পথ। আমাদের দায়িত্ব হলো তার আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা এবং আগামী প্রজন্মকে এর শিক্ষা দিতে হবে।
২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আমীর হাফেজ মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং শিল্প অঞ্চল ওয়ার্ড সভাপতি মমতাজ উদ্দিন আলমগীরের সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান মুফাচ্ছের হিসেবে তাফসির পেশ করেন সিলেট থেকে আগত বাংলাদেশ মাজলিসুল মোফাসেরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার, প্রধান আলোচক ছিলেন স্টেশন রোড জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশীদ নুরী, এবং তাফসির বিশেষ আলোচনায় অংশ নেন অক্সিজেন মসজিদে তাইয়েবার খতিব হাফেজ মাওলানা নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, থানা আমীর মাওলানা জাকির হোসাইন প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বায়েজিদ থানা সহকারী সেক্রেটারি হাফেজ আবুল মানসুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান, হাফেজ রবিউল হুসাইন, ৩নং ওয়ার্ড আমীর নুরুল আলম, ২নং ওয়ার্ড সেক্রেটারি আবু হানিফ দুলাল, এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।










