আজ : সোমবার ║ ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নতুন বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লার বিজয়ের বিকল্প নেই – অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান বলেন, নতুন বাংলাদেশ গঠনের জন্য দাঁড়িপাল্লার বিজয়ের কোনো বিকল্প নেই। জনগণ আজ পরিবর্তন চায়, ন্যায়-অধিকার চায়, শান্তি-স্বচ্ছতা চায়; জামায়াত সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।

সোমবার (রাত ৮টায়)২৪ নং উত্তর আগ্রাবাদ আশকারাবাদ ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। তিনি এলাকার জনগণের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং চট্টগ্রাম-১০ আসনকে আধুনিক, উন্নত ও নিরাপদ উপশহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

২৪ নং আসকারাবাদ ওয়ার্ড সভাপতি মোঃ ফায়েদের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মোঃ হাফিজের সঞ্চালনায় উক্ত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা আমীর জননেতা মোঃ ফারুক আজম।

ফারুকে আজম বলেন, চট্টগ্রাম-১০ আসনের জনগণ পরিবর্তনমুখী। তারা সৎ, শিক্ষিত ও সমাজমুখী নেতৃত্ব চায়। অধ্যক্ষ হেলালী সেই নেতৃত্বের যোগ্য প্রতিনিধি।”

এতে স্থানীয় নেতৃবৃন্দ, ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, যুবক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ বৈঠকে উপস্থিত থেকে বক্তাদের বক্তব্য মনোযোগসহকারে শ্রবণ করেন এবং আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ