আজ : রবিবার ║ ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

দেশচিন্তা ডেস্ক: শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতের ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত নন এমপিও ঐক্যপরিষদ কর্তৃক সরকার প্রতিশ্রুত স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, শিক্ষকদের যদি নিজেদের দাবি দাওয়া নিয়ে কয়েকদিন পর পর রাজপথে আন্দোলন করতে হয়, প্রেসক্লাবের সামনে বসে থাকতে হয়, তাহলে শিক্ষার্থীরা তাদের থেকে কি শিখবে? প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু একজন শিক্ষক ছিলেন। সুতরাং এটা এখন সময়ের দাবি, শিক্ষাব্যবস্থাকে সর্বজনীন করতে হবে এবং এর ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল অব্দি সরকারকে বহন করতে হবে।

তিনি বলেন, আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি তখন অনেকেই আমাদের নিয়ে হাসি তামাশা করেছে। কিন্তু আমরা কি পারি, সেটা দেখিয়েছি এবং সামনেও দেখাবো।

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, সম্প্রতি আমার সঙ্গে দুজন শিক্ষকের কথা হয়েছিল। তারা জানিয়েছেন, তাদের দাবি অনুযায়ী শিক্ষকদের বেতন বাবদ সরকারের ১০০০ কোটি টাকা লাগবে। এই ১ হাজার কোটি টাকা কিন্তু সরকারের জন্য কিছুই না। যেখানে সালমান এফ রহমানই নিয়ে গেছে ৫৪ হাজার কোটি টাকা। সালমান এফ রহমান তো শুধু একজন, এরকম অসংখ্য রয়েছে। সুতরাং সরকারের এসব বিষয় বিবেচনা করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ