আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্বর্ণের দামে বড় পতন

দেশচিন্তা ডেস্ক: মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) কর্মকর্তাদের কড়া মন্তব্যে বাজারজুড়ে ব্যাপক বিক্রি দেখা দিয়েছে, যার প্রভাবে শুক্রবার (১৪ নভেম্বর) স্বর্ণের দামে বড় পতন দেখা দিয়েছে। এতে ডিসেম্বর মাসে সুদের হার কমানোর আশা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) স্পট গোল্ড ১.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪০৯২.৭২ ডলারে নেমে আসে, সেশনের শুরুতে যা ৩ শতাংশের বেশি পড়ে গিয়েছিল। তবে পুরো সপ্তাহে এখনও স্বর্ণের দাম ২.৩ শতাংশ উপরে রয়েছে।

ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচার ২.৪ শতাংশ কমে ৪০৯৪.২০ ডলারে স্থির হয়।

হাই রিজ ফিউচারসের মেটাল ট্রেডিং পরিচালক ডেভিড মেগার বলেন, ডিসেম্বরে ফেড সুদ কমাতে পারে। এই সম্ভাবনা কমে যাওয়ায় স্বর্ণ ও রুপার বাজারের গতি কমেছে।

বিশ্ববাজারে ফেডের সংকেত ছড়িয়ে পড়তেই শেয়ারবাজারগুলোও বড় ধসের মুখে পড়ে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউন বাজারে বড় ধরনের তথ্য ঘাটতি তৈরি করেছে। ফলে আগামী মাসের নীতিনির্ধারণী বৈঠকের আগে ফেড ও ট্রেডাররা কার্যত ‘ব্লাইন্ড’ অবস্থায় রয়েছে।

বিনিয়োগকারীরা আশা করছিলেন নতুন অর্থনৈতিক তথ্য দুর্বলতা দেখাবে, আর তাতে ফেডের সুদ কমানোর সুযোগ তৈরি হবে—যা স্বর্ণের জন্য সহায়ক। কিন্তু সাম্প্রতিক মন্তব্যে আরও বেশি ফেড কর্মকর্তাকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সম্ভাবনা সপ্তাহের শুরুতে যেখানে ছিল ৫০ শতাংশ, তা নেমে এখন ৪৬ শতাংশ হয়েছে।

বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, মার্জিন কল ও লিকুইডেশনের সময় ট্রেডাররা মার্জিন বাঁচাতে সব ধরনের পজিশন বন্ধ করে দেয়। এজন্যই ঝুঁকিহীন সম্পদ হিসেবে বিবেচিত স্বর্ণও এখন কমছে।

এদিকে এশিয়ার বড় বড় বাজারে শারীরিক স্বর্ণের চাহিদা এই সপ্তাহেও দুর্বল ছিল।

স্পট সিলভার ২.৮ শতাংশ কমে ৫০.৮৪ ডলার হয়েছে, তবে সাপ্তাহিক হিসেবে এখনও ৫.২ শতাংশ উপরে রয়েছে। প্লাটিনাম ২.১ শতাংশ কমে ১৫৪৭.৩০ ডলার, প্যালাডিয়াম ২.৮ শতাংশ কমে ১৩৮৭.২৫ ডলার হয়েছে। দুই ধাতুই সাপ্তাহিক হিসেবে এখনও ঊর্ধ্বমুখী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ