আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগামী নির্বাচনে যুবকরা চালকের আসনে বসলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন- এ্যডভোকেট সাইফুর রহমান

দেশচিন্তা ডেস্ক: এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ৫টি স্তর রয়েছে, তম্মধ্যে যুবকরা একটা স্তর মাত্র৷ সে স্তরের অংশ হিসেবে আপনারা যুবক যারা এখানে উপস্থিত আছেন, আগামী নির্বাচনে চালকের আসনের বসে যাবেন৷ যদি কোনো দূর্বলতা দেখেন সেখান থেকে নির্বাচনকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেয়ার সকল দায়িত্বগুলো যুবক ভাইদের পালন করতে হবে৷

১৪ নভেম্বর, ২০২৫ ( শুক্রবার ) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ (মীরসরাই) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এভাবে যুবকদেরকে নির্বাচনী কর্মকান্ডে উদ্বুদ্ধ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মনোনীত প্রার্থী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যটর্নি জেনারেল এ্যডভোকেট সাইফুর রহমান৷

এসময় তিনি আরো বলেন, জাতীয়তাবাদী শক্তি আর ইসলামী শক্তি আমরা কখনও শত্রু ছিলাম না৷ আমরা সবাই ভাই৷ একসাথে জুলাই আন্দোলনে অংশ গ্রহণ করেছি, একসাথে মুভমেন্ট করেছি৷ এখন ফ্যাসিস্ট নেই৷ তাই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের আলাদা করে এমন কোনো বক্তব্য নেই যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, হিংসা ছড়াতে পারে । এ ব্যাপারে বাংলাদেশ জামাতে ইসলামীর সকল স্তরের দায়িত্বশীলবৃন্দ যথেষ্ট সজাগ রয়েছেন। আমাদের বক্তব্য অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলবাজের বিরুদ্ধে, মেহনতি মানুষের পক্ষে৷ আমরা বিপ্লব করবো জনগণকে সাথে নিয়ে, তাদের মন জয় করবো ভালোবাসা দিয়ে৷ স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত নির্বাচনে জনগণ নির্বাচন করবে তার পছন্দের প্রতিনিধিকে৷

সমাবেশের আগে উপজেলার বড় দারোগারহাট থেকে মিঠাছরা বাজার পর্যন্ত যুব সমাবেশ উপলক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷ র‍্যালী পরবর্তী উপজেলার মিঠাছড়া সাসা ক্লাবে যুব ও ক্রীড়া বিভাগের জোরারগঞ্জ থানা সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং যুব ও ক্রীড়া বিভাগের মীরসরাই থানা সভাপতি লোকমান হাকিমের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন – প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক। বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ নুরুন নবী, মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুল করিম, মীরসরাই উপজেলা জামায়াতে আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, চট্টগ্রাম অঞ্চলের যুবনেতা ইকবাল হোসেন, মীরসরাই উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসেন প্রমুখ।

এ সময় উক্ত সমাবেশে পৌর মীরসরাই উপজেলার সকল ইউনিয়ন পৌরসভা থেকে যুব ও ক্রীড়া বিভাগের সকল স্তরের দায়িত্বশীল ও রোকন বৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সকলের সামনে মীরসরাই থেকে সংসদ সদস্য হিসেবে মনোনীত অ্যাডভোকেট সাইফুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা তুলে দিয়ে যুব সমাজকে উদ্বুদ্ধ করেন প্রধান অতিথি জাফর সাদিক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ