আজ : শুক্রবার ║ ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সাথে সিভাসু’র সমঝোতা স্মারক সই

দেশচিন্তা ডেস্ক: শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গাদজাহ মাদা’র (Universitas Gadjah Mada) (ইউজিএম) সাথে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের ইন্দোনেশিয়া সফরকালে গত ৭ নভেম্বর ২০২৫ এই চুক্তি স্বাক্ষরিত হয়। পাঁচ বছরের জন্য স্বাক্ষরিত এই চুক্তিতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং ইউজিএম এর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. তেগু বুদিপিতোজো (Prof. Dr. Teguh Budipitojo)। পরবর্তীতে এই চুক্তি নবায়নের সুযোগ রয়েছে।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ২০২৬ সাল থেকে এই চুক্তির বাস্তবায়ন শুরু হবে। এই চুক্তির আওতায় প্রতিবছর দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে ইন্টার্ন পর্যায়ের শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য একে অপরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবে। আগামী বছরের জুলাই-আগস্টে সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৫ম বর্ষের ১৫জন শিক্ষার্থী ০১ মাসের জন্য ইউজিএম এ যাবে ইন্টার্নশিপ করতে। একইভাবে, ইউজিএম এর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৩য় বর্ষের ১০জন শিক্ষার্থী ০১ মাসের জন্য সিভাসু’তে আসবে ইন্টার্নশিপ করতে।

তিনি আরো বলেন, এই চুক্তি অনুযায়ী সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২জনকে (শিক্ষক/শিক্ষার্থী) এমএস ও ১জনক (শিক্ষক/শিক্ষার্থী) পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার জন্য ইউনিভার্সিটি অব গাদজাহ মাদা কর্তৃপক্ষ ফুল ফ্রি স্কলারশিপ প্রদান করবে। এছাড়া, ছাত্র, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, যৌথ বক্তৃতা, সম্মেলন, সেমিনার ও সিম্পোজিয়া আয়োজন এবং একাডেমিক তথ্য ও উপকরণ বিনিময়সহ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ