আজ : বৃহস্পতিবার ║ ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

দেশচিন্তা ডেস্ক: আগের দিন ক্যারিয়ারসেরা ইনিংস খেলা মাহমুদুল হাসান জয় আজ আর ২রান যোগ করেই বিদায় নিয়েছেন। সেঞ্চুরির পথে থাকা মুমিনুল হকও করতে পেরেছেন আর ২ রান। ৯৯তম টেস্টের প্রথম ইনিংসে ভালো কিছু করতে ব্যর্থ মুশফিকুর রহিমও। তৃতীয় দিনের প্রথম সেশনে আইরিশরা ৩ উইকেট শিকার করলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টাইগারদের বড় লিডের স্বপ্নই দেখাচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম সেশনে ৩ উইকেট হারানো বাংলাদেশ তাকিয়ে শান্ত-লিটন দাসের জুটির দিকে। লাঞ্চের বিরতির আগে ১১১ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৪৭ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬১ রানের লিড পেয়েছে। অধিনায়ক শান্ত ৬৯ বলে ১০ চারে ৬১ রানে ব্যাট করছেন। সঙ্গী লিটনের সংগ্রহ ২৪ বলে ১৯ রান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ