
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় হালিশহর থানা যুবদলের উদ্যোগে হালিশহর বড়পোল মোড়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল। হালিশহর থানা যুবদলের আহ্বায়ক মোশারফ আমিন সোহেল’র সভাপতিত্বে হালিশহর থানা যুবদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্ল্যাহ খান রাজু ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। প্রধান অতিথি আব্দুল গফুর বাবুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের একটি চিহ্নিত ধর্ম ব্যবসায়ী কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। এইসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে যুবদল আগামী নির্বাচনে ভ্যানগার্ড হিসেবে মাঠে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।











