আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এখন জনদাবি

সাতকানিয়ায় গোলটেবিল বৈঠকে শাহজাহান চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এখন জনদাবি। এ দাবিসহ জামায়াতে ইসলামী উত্থাপিত প্রস্তাবসমূহ বাস্তবায়িত হলে মানুষের ভোটাধিকার নিরাপদ হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং জনগণের অধিকার নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।

তিনি ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাতকানিয়ার একটি অভিজাত হলরুমে  আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক এবং সঞ্চালনা করেন সাঙ্গু সাংগঠনিক থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল ফয়েজ, সূরা সদস্য ডা. আব্দুল জলিল, সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দিন, সাতকানিয়া পৌর আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, কেরানিহাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, সাঙ্গু সাংগঠনিক থানার সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোসাইনসহ আরও অনেকে।

এছাড়া বিভিন্ন মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষ, প্রভাষক এবং স্কুলের প্রধান শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে পি.আর পদ্ধতি চালু, অবাধ-সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, সরকারের সব ধরনের জুলুম-নির্যাতন, গুম-খুন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও মহাজোটের ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ