
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় পাহাড় নিধন ও পাহাড় কাটার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেন বন বিভাগ।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের চোরাখোল ৪ নম্বর ওয়ার্ড এলাকায় পরিচালিত এ অভিযানে একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন থাইংখালী বিট কর্মকর্তা আরফাত মাহমুদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার কার্যক্রম বন্ধ এবং একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান বলেন, পাহাড় কাটার মতো পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রমাণ মিললেই পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।