আজ : শুক্রবার ║ ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

১২ অক্টোবর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

দেশচিন্তা ডেস্ক: আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। মাসব্যাপী এই কর্মসূচিতে জেলার ২হাজার ৯৩৬ টি টিকাদান কেন্দ্র ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করা হবে। সিভিল সার্জন অফিস থেকে নিয়োজিত ৩০১ জন স্বাস্থ্য সহকারী ও ১হাজার ০৮০ জন স্বেচ্ছাসেবক এতে দায়িত্ব পালন করবেন।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সংবাদ কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ওয়ার্কশপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুস সাত্তার। তিনি টিকা বিষয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে টাইফয়েড সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানান, টাইফয়েড টিকাদানের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। তবে কোন শিশু বাদ যাবে না।
টাইফয়েড সচেতনতা তৈরির আহবান জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।

টাইফয়েড টিকাদানে জেলায় ৭০ শতাংশ নিবন্ধন হয়েছে। তবে এই প্রক্রিয়ায় পিছিয়ে রয়েছে কক্সবাজার পৌরসভা।
টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী, ইউনিসেফ এর প্রতিনিধি আতাউল গনি ওসমানীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ