আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ দুই কর্মকর্তা

দেশচিন্তা ডেস্ক: বাফুফের সভাপতি তাবিথ আউয়ালসহ দুই কর্মকর্তা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দু’টি কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন। তাবিথ ফুটবল টেকনোলজি, ইনোভেশন এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন এবং বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য করা হয়েছে। ওই কমিটির মেয়াদ থাকবে ২০২৯ সাল পর্যন্ত।

০৮ অক্টোবর (বুধবার) সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিফার কমিটিতে তাদের কর্মকর্তাদের নিয়োগের খবর পোস্ট করে। নেপাল ফেডারেশনের সভাপতি সামাজিক দায়িত্ব সম্পর্কিত কমিটি এবং নারী সদস্য মালেকু ফিফা ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হয়েছেন। নেপালের এই খবর প্রকাশের ঘণ্টা খানেক পর বাফুফে গণমাধ্যমে তাদের দুই কর্মকর্তার বিষয়টি অবগত করে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ফিফার কোনো কমিটিতে অন্তর্ভুক্তি এবারই প্রথম। মাহফুজা আক্তার কিরণ অবশ্য ফিফার নির্বাহী কমিটির সদস্যই ছিলেন। ফলে ফিফার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও কাজ করেছেন বিগত সময়ে। ফিফা-এএফসি বিভিন্ন কমিটি গঠনের জন্য ফেডারেশনের কাছে প্রতিনিধির নাম চায়। ফেডারেশনের প্রেরিত মনোনয়ন থেকেই গঠিত হয় নানা কমিটি। কাজী সালাউদ্দিনের আমলে বোর্ড সভায় আলোচনা না করেই ফিফা, এএফসির জন্য নাম প্রেরণ হয়েছে অহরহ। তবে এই দুই কমিটির মনোনয়ন সরাসরি ফিফাই করেছে বলে জানাল বাফুফে।

এএফসির মিডিয়া কমিটিতে এখনও রয়েছেন বাফুফের সাবেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। কম্পিটিশন কমিটির সদস্য হিসেবে আছেন কাজী সালাউদ্দিন। এএফসির এই দুই স্ট্যান্ডিং কমিটির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। দুই জনই বাফুফের সঙ্গে এখন সম্পৃক্ত নন। ফলে এএফসির এই দুই কমিটিতে বাফুফের কার্যকর প্রতিনিধিত্ব নেই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ