আজ : শুক্রবার ║ ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

দেশচিন্তা ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে বাসচাপায় হত্যার অভিযোগ তুলেছে দলটির নেতাকর্মীরা। দোষী ঘাতক বাসচালকের শাস্তির দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা। এতে দুই পার্বত্যজেলাসহ চট্টগ্রাম নগরীর সঙ্গে হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে হাটহাজারী উপজেলা হেফাজতের নেতাকর্মীরা এ অবরোধ ও বিক্ষোভ শুরু করেছেন।

এতে সড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে আছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে হেফাজত নেতা মোটরসাইকেল আরোহী মাওলানা সোহেল চৌধুরীকে বাসচাপা দিলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ