
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের মেডিকেল (চমেক) কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা ও কে বি ফজলুল কাদের রোডে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকা ও আশপাশের সড়কে ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসানো হয়েছিল। এতে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে অভিযান পরিচালনা করে ৩০টিরও বেশি অস্থায়ী দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের সতর্ক করে জানায়, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখল করে আর কোনোভাবে ব্যবসা বা স্থাপনা গড়ে তোলা যাবে না। তা না হলে পুনরায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।