
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদে ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বনদস্যু মো. সাগরকে (২৮) গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও গান পাউডার উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড খানবটতল ওলির পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে পুলিশ ২টি একনলা বন্দুক, ০১টি দা, ২টি ছুরি ও গান পাউডার উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতারের বিরুদ্ধে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার মো. সাগর চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড খানবটতল ওলির পাড়া এলাকার মৃত আহম্মদ মিয়ার ছেলে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।
গোলাম সারোয়ার জানান, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের খানবটতল ওলির পাড়া এলাকার অভিযান পরিচালনা করে গোপন সংবাদে ভিত্তিতে বনদস্যু মো. সাগরকে গ্রেফতার করে। তার বসতঘরে তল্লাশি করে ২টি একনলা বন্দুক, ১টি দা, ২টি ছুরি ও গান পাউডার উদ্ধার করে।
ওসি বলেন, ‘অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।’