
দেশচিন্তা ডেস্ক: বিশিষ্ট শিক্ষাবিদ, জীববিজ্ঞানের প্রফেসর, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি, উত্তর কাট্টলী নাজির বাড়ির নিবাসী জালাল উদ্দিন চৌধুরীর মেয়ের জামাতা ডক্টর এনায়েতুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বাদে আছর হালিশহর বি ব্লকে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জামায়তের আমির আলাউদ্দিন শিকদার, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং চট্টগ্রাম- ১০ সংসদীয় আসনে জামায়াতে ইসলাম মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, ওয়ার্ড আমির ইনি. মনজুর, কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন।
মরহুম ড. এনায়েতুর রহমানের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তায়ালা মরহুম ড. এনায়েতুর রহমানের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করুক। তার হিসাবকে সহজ করে দিন। তার কবরকে নূর দিয়ে আলোকিত করে দিক।
নেতৃবৃন্দ মরহুম ড. এনায়েতুর রহমানের শোক- সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানান এবং তাঁর পরিবারের উপর আল্লাহ তায়ালা ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুক।