আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কক্সবাজারে নিখোঁজ তিন পর্যটকের দুইজনকে উদ্ধার

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোজ তিন পর্যটক থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে।

তবে আহনাফ নামের এক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। প্রায় ৬ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি আহনাফের।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সি সেইফ লাইফগার্ডের ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ জানান, ‘তিন পর্যটক সাগরে নিখোঁজ হন। আমাদের রেসকিউ টিম ও উদ্ধারকারী বোটের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন, আহনাফ, এখনো নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি।’

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পর্যটন সেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজিম খান জানান, ‘বগুড়া থেকে এসএসসি পরীক্ষা শেষ করে পরিবারসহ কক্সবাজার ঘুরতে আসে আহনাফ। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সমুদ্রে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোস্টগার্ড ও লাইফগার্ড সদস্যদের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।’

সিনিয়র বিচ কর্মী মাহবুব আলম বলেন, ‘জেলা প্রশাসনের সহায়তায় আমরা নাজিরার টেকসহ আশপাশের বিভিন্ন পয়েন্টে রওনা দিয়েছি আহনাফকে খুঁজে পেতে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ