আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপ টিকিটের মূল্য ঘোষণা করেছে ফিফা

দেশচিন্তা ডেস্ক: ফিফা ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। এই আসরের টিকিটের মূল্য কত হতে পারে তা ঘোষণা করেছে ফিফা। তবে এবার প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে টিকিটের দাম নির্ধারিত হবে দর্শক চাহিদার ওপর ভিত্তি করে।

ফিফা জানিয়েছে, গ্রুপপর্বের ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৭ হাজার ২০০ টাকা (৬০ ডলার)। অন্যদিকে ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম হতে পারে প্রায় ৮ লাখ ৭ হাজার টাকা (৬৭৩০ ডলার)।

বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা হোস্ট শহরে থাকেন বা আগে থেকেই জানেন তাদের দল কোথায় খেলবে, তাদের দ্রুত টিকিট কিনে নেওয়া উচিত। কারণ দাম যে কোনো সময় বাড়তে বা কমতে পারে।’

এর আগে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫ থেকে ৪৭৫ ডলার (প্রায় ৩ হাজার থেকে ৫৭ হাজার টাকা)। ২০২২ সালের কাতার বিশ্বকাপে এই সীমা ছিল ৬৯ থেকে ১,৬০৭ ডলার (প্রায় ৮ হাজার থেকে ১ লাখ ৯৩ হাজার টাকা)। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপে টিকিটের দাম আরও বেড়েছে।

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। মোট ১০৪টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি ও কানাডার ২টি ভেন্যুতে। এবারে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

ফিফা জানিয়েছে, প্রথম ধাপে শুধু ভিসা কার্ডধারীরা টিকিটের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন চলবে ৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচিত ভক্তদের জানানো হবে ২৯ সেপ্টেম্বর থেকে, আর ১ অক্টোবর থেকে শুরু হবে বিক্রি। এক ব্যক্তি এক ম্যাচে সর্বোচ্চ ৪টি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন।

এদিকে মে মাস থেকেই বিক্রি হচ্ছে ভিআইপি আতিথেয়তা প্যাকেজ। মেটলাইফ স্টেডিয়ামে (নিউ জার্সি) ফাইনালসহ আটটি ম্যাচের জন্য এসব টিকিটের দাম ৪ লাখ ২০ হাজার টাকা (৩৫০০ ডলার) থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৮৮ লাখ টাকা (৭৩,২০০ ডলার) পর্যন্ত।

আসন্ন এই বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ