আজ : রবিবার ║ ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের নিহত ও আহতদের পরিবারের পাশে জামায়াতে ইসলামী

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সিটি গেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় নিহত আকাশ দাশ, অজিত দাশ, অমি দাশ, কালা দাশ ও জুয়েল দাশের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকার করেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। এতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পাড়ার সর্দার বাদল দাশ।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলাউদ্দিন সিকদার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আনোয়ারুল আলম সিদ্দিকী ও ডবলমুরিং থানা আমির ফারুকে আজম।

উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক কমিশনার মো. তাহের, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী, সলিমপুর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ মু. ফরহাদ হোসাইন, সোনাইছড়ি ইউনিয়ন আমির কাজী মু. জাহেদ ইমাম, সলিমপুর ইউনিয়ন সেক্রেটারি মু. মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের যে ক্ষতি সাধিত হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। দেশের নাগরিকদের যে কোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব।

উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, কল্যাণকামী ও গণমুখী ইসলামী রাজনৈতিক সংগঠন হিসেবে তার সীমিত সামর্থ নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের এই কাজকে দয়া বা অনুগ্রহ মনে করার কোনো সুযোগ নেই বরং নৈতিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই প্রয়াস।

এ সময় আমিরে জামায়াতের পক্ষে জামায়াতের নেতৃবৃন্দ নিহত ও আহতদের পরিবারের লোকদের প্রতি শোক ও সহানুভ‚তি জ্ঞাপন এবং সান্তনা প্রদান করেন। তারা জামায়াতের পক্ষে নিহত ও আহতদের পরিবারের অভিভাবকদের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট চট্টগ্রামের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ