
দেশচিন্তা ডেস্ক: রাঙামাটিতে বাংলাদেশ সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে সচেতনতা বৃদ্ধিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে রাঙামাটি সড়ক বিভাগের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা এবং নিরাপদ চলাচলের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, রাঙামাটি জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর জামান শিকদার, রাঙামাটি বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কাজী সালাহউদ্দিন, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে পথচারী, চালক ও যাত্রী—সবার সম্মিলিত সচেতনতা জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সক্রীয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।