আজ : মঙ্গলবার ║ ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক মেহের নিগারের পিএইচডি ডিগ্রি অর্জন

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক মেহের নিগার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর পিএইচডি থিসিসের বিষয় ছিল ‘রিভাইজিটিং দ্য লিগ্যাল রেজিম অ্যাড্রেসিং দ্য চ্যালেঞ্জেস অব ওমেন এমপাওয়ারমেন্ট: এ স্টাডি ইন পার্সপেক্টিভ অব জেন্ডার-বেইস্ড ভায়োলেন্স ইন বাংলাদেশ’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোরশেদ মাহমুদ খানের তত্ত্বাবধানে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। নারীর ক্ষমতায়ন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনি কাঠামো নিয়ে মেহের নিগারের এই গবেষণা সময়োপযোগী, মূল্যবান এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের আশা জাগায়।

(০১ সেপ্টেম্বর), সোমবার, প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির মেহের নিগারের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) গাজী শাহাদাত হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জুলিয়া পারভিন, সহকারী অধ্যাপক আদিবা নাজিয়া, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে সালমা ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক তন্বী ধুম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ