
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধূরী, হোষ্টেল সুপার, কর্মজীবি মহিলা হোষ্টেল নাজমুন নাহার ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তা জান্নতুল ফেরদাউস ঊষা নারী উন্নয়ন সংস্থা পরিদর্শন করেন।
সোমবার (১ সেপ্টেম্বর) পরিদর্শনকালে ঊষার কার্যক্রম ঘুরে দেখেন ও সদস্যদের সাথে সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। কর্মকর্তারা বলেন, ঊষা নারী উন্নয়ন সংস্থা নারী ও শিশুর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যথাযথ সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে সংস্থার কার্যক্রম আরো বিস্তৃত করা সম্ভব হবে , যা নারী ও শিশু ক্ষমতায়ন ও সুন্দর বাংলাদেশ বির্নিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন ঊষা নারী উন্নয়ন সংস্থার র্নিবাহী পরিচালক শাহানা আক্তার শিলা , সভাপতি আরমিনা হক পূষ্পা, সাধারন সম্পাদিকা উম্মে শাহীনা আফরীর এ্যানী ,সাংগঠনিক সম্পাদিকা আফরোজা সুলতানা পূর্ণিমা, প্রোগ্রাম ম্যানেজার পিযুষ দাশ গুপ্ত, অফিসার এয়ার মোহাম্মদ মাসুম । উল্লেখ্য, উষা প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থা নারী ও শিশুর ক্ষমতায়ন, শিক্ষা ,স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন,আইনি সহায়তা প্রদান,সামাজিক সচেতনাতা বৃদ্ধি সহ পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় কার্যক্রম পরিচালনা করে আসছে।