
দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মুখ চত্বরে বাংলাদেশ অটো রিক্সা শ্রমিক লীগ রেজি: নং- বি/২০৪৪ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ঠেকাও “উবার-পাঠাও” বাঁচাও অটো রিক্সা-সিএনজি চালক স্লোগানে ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ মানববন্ধন আজ ২২ নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর অটোরিক্সা শ্রমিক লীগের সভাপতি ফোরকান চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমাইল সরকার বেলাল, কার্যকরী সভাপতি মিন্টু হাওলাদার, শ্রমিক নেতা জামাল মুন্সী, মোহাম্মদ আলী, মো: শামসুদ্দিন, মনু মিয়া, মো: জিয়াউর রহমান, মো: শাহ্ আলম সরকার, মো: রুবেল, অলিউল্লাহ, মো: রিয়াজ উদ্দিন, এরশাদ, মানিক, নুরুন্নবী সিকদার, শাহিন সহ প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তাদের দাবি সমূহ- ব্যক্তি মালিকানাধীন মোটর সাইকেল (অ্যাপস্ ভিত্তিক) ও অপেশাদার লাইসেন্স দিয়ে উবার-পাঠাও ও অন্যান্য নামে ভাড়ায় চলাচল বন্ধ করতে হবে, প্রাইভেট-গ্রাম ও নিলামে ক্রয়কৃত নাম্বারের সিএনজি অটোরিক্সা আইন লঙ্ঘন করে ভাড়ায় চলাচল মেট্রো এলাকায় বন্ধ করতে হবে, সকল জরিমানা অটোরিক্সা ক্ষেত্রে নন ঝঞ করতে হবে, নির্ধারিত অটোরিক্সার পার্কিং দেওয়ার আগে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে, চট্টমেট্রো নাম্বারের গাড়ির ডকুমেন্ট ঠিক থাকলে কোন মামলার অজুহাতে টো করা বন্ধ করতে হবে, চট্টগ্রাম মহানগরে বসবাসরত চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ৪০০০ নতুন গাড়ি যদি সরকার অনুমোদন দেয় তবে চালকদেরকেই দিতে হবে, সহজ শর্তে শিক্ষাগত যোগ্যতা শিথিল করে অটোরিক্সা শ্রমিকদের লাইসেন্স প্রদান করতে হবে।