
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালকমণ্ডলীর নির্বাচন আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী নির্বাচনের ৬০ দিন পূর্বে সদস্যপদ নবায়নকারীরা প্রার্থী হওয়ার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ কারণে ১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে সদস্যপদ নবায়নের আহ্বান জানিয়েছে চেম্বার কর্তৃপক্ষ।
চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ জুন পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের সদস্যপদ কার্যকর ছিল তাদের নবায়ন কার্যক্রম ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে বিধি অনুযায়ী ১ সেপ্টেম্বরের মধ্যে নবায়নকৃত সদস্যরাই আসন্ন নির্বাচনে প্রার্থী হতে ও ভোট দিতে পারবেন।
পড়েছেনঃ ৯