আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অনতিবিলম্বে চবিতে হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে: মুহাম্মদ শাহজাহান

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর অস্ত্রধারী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী দোসরসহ সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শনিবার (৩০ আগস্ট) রাত থেকে রোববার (৩১ আগস্ট) দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ১৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে দুজনকে গুরুতর অবস্থায় আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অধিকাংশের মাথায় আঘাত লেগেছে, পাশাপাশি অনেকের পিঠ, বুক ও হাতেও গুরুতর জখম রয়েছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় মুহাম্মদ শাহজাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে যান। এসময় তারা আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।

আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে মুহাম্মদ শাহজাহান ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছে, অথচ প্রশাসন নির্লিপ্ত ছিল। যারা এ হামলার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এই ঘটনার বিচার সম্পূর্ণ হবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ