আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবি এলাকায় ১৪৪ ধারা জারি

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় স্থানীয় জনতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার (৩১ আগস্ট) দুপুর দুইটা থেকে সোমবার রাত বারোটা পর্যন্ত মেনে চলতে হবে এই নির্দেশনা।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এক আদেশে দুপুর ২টা থেকে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত উল্লিখিত এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

এ সময় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র বহনসহ পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রিত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে এক নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। এতে প্রো ভিসি (প্রশাসন) কামাল উদ্দিনসহ অন্তত দেড়শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের দুই গেট সংলগ্ন এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে, শনিবার মধ্যরাতে টানা চারঘণ্টা বিদ্যুৎ বন্ধ করে দেশীয় আস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয়রা। এসময় শতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ