আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৩ গোল বাতিলের ম্যাচে রিয়ালকে জেতালেন ভিনিসিয়ুস-গুলার

দেশচিন্তা ডেস্ক: অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিলের সঙ্গে অপরিচিত নন কিলিয়ান এমবাপে। কিন্তু গতকাল দুই দুইটা গোল বাতিলের কারণে স্বভাবতই রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা হতাশ। ম্যাচ শেষে তিনি ভিএআরে দেখানো নিজের অফসাইডের একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়েছেন। সবমিলিয়ে তিন গোল বাতিলের পরও রিয়ালকে টানা তৃতীয় ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও আর্দা গুলার।

গতকাল (শনিবার) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অবশ্য ম্যাচের ১৮ মিনিটেই প্রথম লিড নেয় মায়োর্কা। এর সঙ্গে একে একে গোল বাতিলের হতাশায় পুড়েছে লস ব্লাঙ্কোস ভক্তরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মায়োর্কাকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৫৯ শতাংশ বল দখলে রেখে তারা ১৭টি শট নেয়। যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে সফরকারীরা ৯ শটের ৫টি লক্ষ্যে রাখতে পেরেছিল।

ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম শট নেন রিয়ালের ফরাসি মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া শটটি বেশ ওপর দিয়ে যায়। মিনিট দুয়েক পরই মায়োর্কার জালে বল জড়িয়ে উদযাপন করেন এমবাপে। কিন্তু ভিএআর অফসাইডের রায় দিয়ে সেটি বাতিল করে দেয়। সেই হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই ১৮ মিনিটে মায়োর্কার গোল। রিয়ালের তিনজনের মাঝে থেকেও কর্নার থেকে আসা বলে হেড দিতে যান মায়োর্কার স্ট্রাইকার মুরিকি। যা তার পিঠে লেগে গোললাইন অতিক্রম করে।

৩০ মিনিটের পর চুয়ামেনির একটি শট হাতে নিয়েও ফসকে ফেলেন প্রতিপক্ষ গোলরক্ষক। তবে পরক্ষণেই নিয়ন্ত্রণে নেন তিনি। ৩৭ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান তুর্কি প্রতিভা গুলার। বক্সে আলভারো কারেরাসের ক্রস ডিন হুইজসেনের হেডে গোলবারের সামনে থাকা এই মিডফিল্ডারের সামনে এলে তিনি অনায়াসে দ্বিতীয় হেডে জালে জড়ান। লিড পেতেও সময় নেয়নি লস ব্লাঙ্কোসরা। এক মিনিট পর ভিনিসিয়ুস বল ধরে কিছুটা এগিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন।

বিরতির আগে এমবাপেও গোল পেয়েছিলেন, কিন্তু এবারও তাকে হতাশায় পুড়িয়েছে অফসাইডের রীতি। ৫৫ মিনিটে ব্যক্তিগতভাবে দ্বিতীয়বার বল জালে জড়ান গুলার। কিন্তু ভিএআর দেখে সেটি বাতিল হয়েছে হ্যান্ডবলের কারণে। ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর শট মায়োর্কা গোলরক্ষক পা দিয়ে ঠেকানোর পর ক্লিয়ারের চেষ্টায় গুলারের গায়ে মারেন আরেক ডিফেন্ডার। যা বুকে জড়ো করে রাখা গুলারের হাতে লাগে। ৬৭ মিনিটের মাথায় রিয়ালকে বড় বাঁচা বাঁচালেন কারেরাস। প্রায় গোলবারে ঢুকতে যাওয়া জোরালো শট তিনি ক্ষিপ্রতার সঙ্গে পা বাড়িয়ে ঠেকিয়েছেন।

শেষদিকে এমবাপের আরেকটি শট মায়োর্কার রক্ষণ দেয়ালে প্রতিহত হয়। ফলে দল জিতলেও তার চোখেমুখে হতাশা ছিল স্পষ্ট। এ নিয়ে মৌসুমের প্রথম তিন ম্যাচেই জিতে ৯ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে শীর্ষে রিয়াল। দেরিতে মৌসুম শুরু করেও তারা এই মুহূর্তে সবার চেয়ে বেশি ম্যাচ খেলেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ