
দেশচিন্তা ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে নিয়োগ প্রাপ্ত নবীন শিক্ষকদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা আজ শুক্রবার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এসময় ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও একাডেমিক কো—অর্ডিনেটর অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন । এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন বিভাগের মোট ১৭ জন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ।
প্রশিক্ষণ কর্মশালায় উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান বিশ্ববিদ্যালয়ের সূচনা ও একাডেমিক এক্সিলেন্স নিয়ে আলোচনা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের রুলস ও আইন সম্পর্কে রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী. বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও পলিসি সম্পর্কে প্রক্টর এস কে মো. হাবিব উল্লাহ, আইকিউএসি’র কার্যক্রম সম্পর্কে অতিরিক্ত পরিচালক কামরুল আহসান, আউটকাম বেইজড এডুকেশন কারিকুলাম নিয়ে শাফিন মোহাম্মদ জন, একাডেমিক পলিসি সম্পর্কে অধ্যাপক ড. ইসরাত জাহান, সাউদার্ন ইনফরমেশন সিস্টেম বিষয়ে পরিচালক তওহিদুল ইসলাম এবং পরীক্ষার রুলস এবং পলিসি সম্পর্কে ধারণা দেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় শংকর বড়ুয়া। প্রশ্নোত্তর পর্বের পর সমাপণী বক্তব্য রাখেন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী ।