আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তিন দলের সঙ্গে জামায়াতের বৈঠক

দেশচিন্তা ডেস্ক: তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলগুলো হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এই তিন দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে নির্বাচন কমিশন কর্তৃক গতানুগতিক রোডম্যাপ ঘোষণা, সংস্কার, বিচার কার্যক্রম এবং জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান করা নিয়ে আলোচনা হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেয় দলগুলো।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে বৈঠকে জামায়াতের পক্ষে আরও অংশ নেন নায়েবে আমির মওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, মওলানা আবদুল হালিম, এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

অপরদিকে, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ ও গণসংযোগ সমন্বয়ক মো. নজরুল ইসলাম বাবলু, এনডিপির চেয়ারম্যান কে. এম. আবু তাহের, মহাসচিব এইচ. এম. আবু সাঈদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাবেদ এবং বাংলাদেশ জনজোট পার্টির চেয়ারম্যান মুজাম্মেল সিরাজী, উপদেষ্টা আল-হাজ্জ হারুন অর রশিদ খাঁন, মুখ্য সংগঠক মতিউর রহমান ও পর্যটন বিষয়ক সম্পাদক জনাব হুমায়েদ আবির প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ