আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চসিক মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেয়র বলেন- আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করা উচিত

দেশচিন্তা নিউজ ডেস্ক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করা উচিত বলে মন্তব্য করেছেন। স্কুল জীবনের গন্ডি পেরিয়ে যখন একজন শিক্ষার্থী কলেজ জীবনে পদার্পণ করে তখন তার একটি স্বাধীন মনন জগৎ গড়ে উঠে। সব কিছুকে তখন তারা ইচ্ছানুযায়ী করতে চাই। তাই স্কুলজীবনে একজন শিক্ষার্থীকে ভাল-মন্দ বুঝার বিষয়টি যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারলে তারা দেশের একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমি মনে করি। আজ ১৭ নভেম্বর শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান ও ইসরাত ফারহানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। সভায় কাউন্সিলর গিয়াস উদ্দিন চৌধুরী, চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আবু সায়েদ নুরীসহ শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরো বলেন আজকের দিনের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও জাতির প্রয়োজনে তাদেরকে একজন আদর্শ নাগরিক হিসেবে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার মানসিকতা থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। তিনি বলেন ভবিষ্যতে আপনারা ব্যক্তি জীবনে যে যার অবস্থান থেকে বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আসীন হবেন। আপনাদের সফলতা ব্যর্থতার উপর নির্ভর করবে আগামী দিনে দেশের সমৃদ্ধি ও এগিয়ে চলা। সমষ্ঠির উন্নতি সমৃদ্ধির উপরই দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা নির্ভর করবে। অনুষ্ঠান শুরুর পূর্বে কলেজ মাঠে বিএনসিসি এর একটি চৌকষ ক্যাডেট দল সিটি মেয়রকে গার্ড অব অনার প্রদান করেন। পরে মেয়র বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ