আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

‘দেশবিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের চট্টগ্রাম বন্দর থানা পুলিশের ওপর হামলা’র প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নগরীর হামজারবাগ থেকে মিছিলটি শুরু হয়ে আমিন কলোনি হয়ে আতুরার ডিপু, হামজারবাগ ও হিলভিউ এলাকা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন যুবদল নেতা মাসুদ ও সঞ্চালনা করেন আলতাফ হোসেন। প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন ও ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহীন অভিযোগ করে বলেন, চট্টগ্রামে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এর সুযোগেই নিষিদ্ধ ছাত্রলীগ পুলিশের উপর হামলা চালাচ্ছে। প্রশাসনের ভেতরও এখন ফ্যাসিবাদীদের গন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনকে সাহসী ভূমিকা রাখতে হবে। নইলে ছাত্রদল–যুবদল কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন উজ্জ্বল, মো. মামুন, মাহিদুল ইসলাম মাহিদ, দেলোয়ার হোসেন দেলু, টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি রাকিব ভুঁইয়া, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনসহ বিভিন্ন কলেজ–বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ