
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ কাতালগঞ্জ এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠান সাউদার্ন লাইটস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন কর্মসুচী শুরু হয়।
সোমবার (১১ আগস্ট) সকালে কলেজ ক্যাম্পাসে রোটারী ক্লাব অব চিটাগাং রয়েলস্ এর উদ্দ্যোগে চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান অধ্যক্ষ লিউজা নাভীন খান। প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব অব চিটাগাং রয়েল’র সভাপতি আবু নাসের, বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদ সদস্য আবছার উদ্দিন চৌধুরী, গোলাম মোস্তফা ইকবাল, রোটারিয়ান মো. ফোরকান উদ্দিন, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি মং হলা চিং। শিক্ষা প্রতিষ্ঠানের ৫’শতাধিক শিক্ষার্থীতের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। বক্তাগণ বলেন, সবুজ নগরী গড়ে তুলতে প্রত্যেকের বাসার আঙ্গিনায়, বেলকনি, ছাদে গাছ রোপন করে পরিবেশ বাঁচান।