পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ শ্রী শ্রী গৌর-গোবিন্দ আশ্রমের সভাপতি সমাজসেবী, ধর্মানুরাগী, শিক্ষানুরাগী ও দানবীর বরুন কুমার দত্ত ২৩ সেপ্টেম্বর রাত ২.৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রেখে যান। আগামী মঙ্গলবার সকালে জন্মস্থান হাবিলাসদ্বীপ গ্রামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯৭১’র মুক্তিযুদ্ধে তার যথেষ্ঠ অবদান রয়েছে এবং সে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও হাবিলাসদ্বীপ জনকল্যাণ সমিতিসহ চট্টগ্রামের একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলেন।
এদিকে সমাজসেবী, ধর্মানুরাগী, শিক্ষানুরাগী ও দানবীর বরুন কুমার দত্তের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা প্রয়াতের পরমবন্ধু নাসিরুদ্দীন চৌধুরী, ঘাতক-দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি দীপঙ্কর চৌধুরী কাজল, জাসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি নুরুল হাকিম, স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি বিপ্লব দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক অশোক চৌধুরী, হাবিলাসদ্বীপ শ্রী শ্রী গৌর-গোবিন্দ আশ্রমের সাধারণ সম্পাদক রূপন দাশগুপ্ত, হাবিলাসদ্বীপ রাস উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দত্ত, সাধারণ সম্পাদক পীযুষ দাশগুপ্ত, হাবিলাসদ্বীপ কাত্যায়নী সংঘের সভাপতি কাঞ্চন মজুমদার, সাধারণ সম্পাদক অরিন্দম চৌধুরী মুনমুন, হাবিলাসদ্বীপ জনকল্যাণ সমিতির সভাপতি দেবাশীষ দত্ত প্রণব, সাধারণ সম্পাদক ত্রিদীব কুমার দত্ত, হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের সভাপতি প্রকৌশলী কণক চৌধুরী, সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি প্রকৌশলী অরূপ সেনগুপ্ত, সাধারণ সম্পাদক তিলেকশ্বর বিশ্বাস, হাবিলাসদ্বীপ বিবেকানন্দ মঠের সভাপতি রূপেশ মহাজন, সাধারণ সম্পাদক রাজীব মহাজন, হাবিলাসদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য বিপ্লব দাশগুপ্ত, হাবিলাসদ্বীপ ঈশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বপন চৌধুরী দুবাই, হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৃদুল নন্দী, সাধারণ সম্পাদক মোঃ সেলিম ও সাবেক যুগ্ম আহ্বায়ক মনোজ দাশগুপ্ত, হাবিলাসদ্বীপের তিনটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে পেয়ার আহমদ, ডা. হারাধন দত্ত, ডা. সমরেন্দু চক্রবর্ত্তী ও লিটন মজুমদার বাবু, অনিল চৌধুরী ও দীপক সরকার ।